The news is by your side.

ছেলে পদ্মকে নিয়ে আবেগঘন কথাবার্তা লিখেছেন পরীমনি

0 177

অভিনেত্রী পরীমনি গত ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্বামী ও অভিনেতা শরিফুল রাজকে। ডিভোর্সের পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলে পদ্ম তার কাছেই থাকবে। ছেলের যাবতীয় ভরণ-পোষণ বর্তমানের মতো আগামীতে মা পরীমনিই বহন করবেন।

এদিকে রবিবার সেখানে এবার ছেলে পদ্মকে নিয়ে আবেগঘন কথাবার্তা লিখেছেন তিনি।

পরীমনি লেখেন, ‘জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই, তা হলো জীবন যেন আমাকে সব সময় আমার ছেলের পাশে থাকতে দেয় এবং তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।’

এর আগে গত ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। সেখানে ক্যাপশনে জানিয়েছিলেন, যা কিছুই হোক না কেন, পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ। আর শেষে একটি লাভ ইমোজি জুড়ে দিয়েছিলেন আলোচিত এই অভনেত্রী।

২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’  সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় রাজ-পরীমনির। পরিচয় থেকে প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং পরবর্তী সময়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ২০২২ সালের জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন অভিনেত্রী পরীমনি।

 

Leave A Reply

Your email address will not be published.