ভারত থেকে আসা মরণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিনকে নিরাপদ বলে উল্লেখ করেছে ঔষধ প্রশাসন অধিদফতর। আজ মঙ্গলবার এর ব্যবহারে ছাড়পত্র দেওয়া হয়েছে। ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
৫০ লাখ ডোজ করোনার টিকা নিয়ে গতকাল সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিকাবাহী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি।
২১ জানুয়ারি ভারতের জনগণের পক্ষ থেকে ২০ লাখ টিকা বাংলাদেশের জনগণের জন্য উপহার পাঠানো হয়। এই ৭০ লাখ টিকা দেশে রাখা ও বিতরণের সব প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে।
আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় ৪০০ থেকে ৫০০ জনের মধ্যে পরীক্ষামূলক টিকা প্রয়োগ হবে। তারপর ৮ ফেব্রুয়ারি টিকাদান শুরু হবে সারাদেশে।
বাংলাদেশের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ক্রয়চুক্তি সই করেছে। যার মাধ্যমে আগামী ৬ মাসে বাংলাদেশে আসবে ৩ কোটি ডোজ টিকা।