নিজস্ব প্রতিবেদক
ফুল হাতে রাজনৈতিক সহকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষের অন্তর নিংড়ানো ভালোবাসায়; অন্তিম বিদায় জানানো হলো – বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষাসংগ্রামী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এবং কলামিস্ট রণেশ মৈত্রকে।
আজ বিকেলে রাজধানীর শাহবাগে ঐক্য ন্যাপ কার্যালয়ের সামনে জাতীয় পতাকায় মোড়ানো রণেশ মৈত্রীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ঐক্য ন্যাপ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, বাংলাদেশ জাসদ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।
শ্রদ্ধা জানান- মহিলা সমিতি, উদীচী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
রণেশ মূত্রের পৈতৃক নিবাস পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।
প্রিয় ফুল হাতে একাত্তরের বীর মুক্তিযোদ্ধার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
শ্রদ্ধা নিবেদন শেষে রণেশ চৈত্রের মরদেহ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের হিমাগারে রাখা হয়।
আগামী ৩০ সেপ্টেম্বর পাবনা মহাশ্মশানে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা রণেশ মৈত্রের অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।