চীন-রাশিয়ার ভারতের সম্পর্ক একটি পাথরের পিলারের মতো শক্তিশালী এবং এটি অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে পরিবর্তন হয় না।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার চীনা কূটনীতির প্রতি নিবেদিত একটি সিম্পোজিয়ামে এ কথা বলেছেন।
তিনি বলেন, এটি হস্তক্ষেপ এবং উসকানির প্রতি সংবেদনশীল নয়। কেউই এই সম্পর্কের ক্ষতি করতে পারবে না। চীন এবং রাশিয়া দৃঢ়ভাবে আধিপত্যের বিরুদ্ধে এবং একটি নতুন ঠান্ডা যুদ্ধের বিরুদ্ধে কথা বলে।
তিনি আরো বলেন, উভয় দেশ সক্রিয়ভাবে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রচার করছে, পারস্পরিক কৌশলগত স্বার্থ মোকাবিলা করছে এবং পারস্পরিক আস্থার ওপর নির্ভর করছে। চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্য লেনদেন প্রতি বছর ২০০ বিলিয়ন ডলারের পর্যায়ে চলে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাস্তবায়িত বৃহৎ আকারের দ্বিপাক্ষিক প্রকল্পের তাত্পর্য তুলে ধরে ওয়াং ই উল্লেখ করেন, চীন ও রাশিয়ার মধ্যে পারস্পরিক বাণিজ্যে জাতীয় মুদ্রাভান্ডার সম্প্রসারিত হচ্ছে।
ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রবিবার বলেছেন যে চীন দুই দেশের মধ্যে সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু বৃদ্ধির জন্য ভারতের সাথে কাজ করতে প্রস্তুত।
তিনি বলেছেন, কূটনৈতিক এবং সামরিক-থেকে-সামরিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে উভয় দেশ। সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আছে দুই দেশ। দুই দেশ সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু বৃদ্ধির দিকে ভারতের সাথে কাজ করতে প্রস্তুত।