চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সিচুয়ান প্রদেশের লেশান শহরের কাছে জিনকৌহের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ৬টার দিকে জিনকৌহে এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। সেখানে একটি মাইনিং কোম্পানির লোকজন কাজ করছিলেন। পাহাড়ের মাটি ধসে তাদের স্থাপনা ও থাকার জায়গার একটি অংশের ওপর গিয়ে পড়ে।
প্রতিবেদনে আরও বলা হয়, ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। সবার মরদেহ উদ্ধারের পর স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ভূমিধসের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।