চীনে করোনা পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে। এমন অবস্থায় এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা এশিয়ান গেমস স্থগিত করে দেওয়া হয়েছে। এবারের আসরটি চীনের হাংঝু শহরে আগামী ১০-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এশিয়ান গেমস স্থগিতের ঘোষণা দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। তারা জানিয়েছে, আসরের নতুন তারিখ খুব শিগগিরই জানানো হবে।
চায়না ডেইলি বলছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতির কারণেই এশিয়ান গেমস স্থগিত ঘোষণা করা হয়েছে।