চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীনের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব ‘পাথরের মতো শক্ত।
অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট স্কট মরিসন রাশিয়ার নিন্দা করতে চীনের প্রতি অনুরোধ জানানোর ঘণ্টা কয়েক পর ওয়াং ই এ বক্তব্য দিলেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের রেড ক্রস ইউক্রেনে মানবিক সহায়তা দেবে। সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করছি।
এ সময় তিনি আরও বলেন, চীনের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব ‘পাথরের মতো শক্ত’। আর দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি অনেক বিস্তৃত।
এর আগে সিডনিতে মরিসন পররাষ্ট্রনীতি নিয়ে দেওয়া এক বক্তব্যে বলেন, চীন বারবার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার কথা বলেছে। বর্তমানে যে পরিস্থিতি তাতে দেখা যায়, রাশিয়ার ওপর চীনের চেয়ে বেশি কেউ প্রভাব বিস্তার করতে পারবে না।
এখন পর্যন্ত চীন ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে নিন্দা জানায়নি।
তবে সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।