The news is by your side.

চীনের যুদ্ধবিমান  উঠছে তাইওয়ানের আকাশে

0 241

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানের  আকাশে ফের চিনা যুদ্ধবিমানের মহড়া। সংখ্যায়  অন্তত ৩০টি। তার মধ্যে ২০টিই যুদ্ধবিমান। এই বিশাল বিমানবাহিনী নিয়ে তাইওয়ানের আকাশে ফের হানা দিল চিনের বায়ুসেনা।

২৩ জানুয়ারি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমান্তে এমনই ৩৯টি যুদ্ধবিমান নিয়ে হানা দিয়েছিল চিন। আড়েবহরে তার পরেই রয়েছে গতকালের বিমানবাহিনী।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, চিনা গতিবিধির উপরে নজর রাখতে ইতিমধ্যে তাঁদের বায়ুসেনা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত রাখারও নির্দেশদেওয়া হয়েছে।

স্বায়ত্তশাসিত তাইওয়ানের উপরে চিনের নজর অনেক দিনের।  তবে চাপের মুখে নতি স্বীকার করেনি তাইপেই।

আমেরিকাও তাইওয়ানের পাশে দাঁড়িয়ে পাল্টা হুমকি দিয়েছিল, চিনা আগ্রাসনের বিরুদ্ধে তারা সর্বশক্তি দিয়ে তাইওয়ানের পাশে দাঁড়াবে। যদিও সেই হুমকিতে বেজিং যে সিদ্ধান্ত বদলায়নি, তা গত কালের চিনা অভিযানে এক রকম স্পষ্ট হয়ে গিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.