যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় প্রবেশ করা চীনের বেলুন ধ্বংস করায় ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বেলুন ধ্বংস করায় নতুন কোনো স্নায়ু যুদ্ধেরও শুরু হবে না বলে জানিয়েছেন।
৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের দাবি করা চীনের ‘গোয়েন্দা বেলুন’ ধ্বংস করা হয়। এর পর এই প্রথমবারের জনসমক্ষে এই বিষয়ে কোনো বক্তব্য দিলেন বাইডেন। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি’র সঙ্গে আলোচনা আশা করছি এবং আমরা এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখব।’
বাইডেন জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন করে কোনো স্নায়ুযুদ্ধের সূচনা করতে চায় না। তবে আমি বেলুন ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইব না।’
তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই মার্কিন জনগণের স্বার্থ, নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাব।’
যদিও চীন দাবি করেছে, বেলুনটি কোনো বেলুন নয় বরং এয়ারশিপ এবং এটি কেবল আবহাওয়া ও জলবায়ু গবেষণার কাজে ব্যবহার করা হয়েছে। নজরদারির মতো কোনো কাজে কখনো ব্যবহার করা হয়নি। চীনা বেলুন ধ্বংসের পর যুক্তরাষ্ট্র আরও তিনটি সাদা বেলুন আকৃতির বস্তু ধ্বংস করেছে। সেগুলো কি সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
- Design