চীনের কাছে জাতীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ওয়েনহেং ঝাও এবং জিনচাও ওয়েই।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
জানা গেছে, ২৬ বছর বয়সী পেটি অফিসার ওয়েনহেং ঝাও এর বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্যের ছবি-ভিডিও’র বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সেই ব্যবস্থার অংশ হিসেবে ওয়েই নৌবাহিনীর জাহাজের ছবি ও ভিডিও চীনের অফিসারকে পাঠিয়েছিলেন। সেই সঙ্গে জাহাজের লে-আউট ও অস্ত্র ব্যবস্থা সম্পর্কিত প্রযুক্তিগত ও যান্ত্রিক ম্যানুয়ালও পাঠিয়েছেন। এর বিনিময়ে ওয়েই হাজার হাজার ডলার পেয়েছেন।
এতে আরও বলা হয়, ওয়েই এই সময়ের মধ্যে মার্কিন নাগরিকত্ব পেয়েছিলেন। নাগরিকত্ব পাওয়ায় চীনের গোয়েন্দা কর্মকর্তা ২০২২ সালের ১৮ মে ওয়েইকে অভিনন্দনও জানিয়েছিলেন।
এভাবে চীনের অফিসারের কাছে ওয়েই অনেক তথ্য পাঠিয়েছেন। এসব তথ্য তিনি পাঠাতে পেরেছিলেন কারণ সংরক্ষিত কম্পিউটার সিস্টেমে ওয়েই’র নিরাপত্তা ছাড়পত্র ছিল।
অপর অভিযুক্ত ওয়েনহেং ঝাও মার্কিন সামরিক স্থাপনায় বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, মেরামত ও সেবার দায়িত্বে ছিলেন। তারও একটি সুরক্ষা ছাড়পত্র ছিল। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি কম্পিউটার স্ক্রিনের ছবি তুলে পাঠিয়েছেন চীনের অফিসারের কাছে। ওই স্ত্রিনে ‘সামরিক প্রশিক্ষণ ও অপারেশনাল আদেশ’ প্রদর্শন করে।
এছাড়া জাপানের ওকিনাওয়ায় একটি সামরিক ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার সিস্টেমের ব্লু প্রিন্ট এবং ডায়াগ্রামের ছবি পাঠানোরও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এসবের বিনিময়ে ঝাও চীনের অফিসারের কাছ থেকে প্রায় ১৫ হাজার ডলার পেয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, সরকারি দায়িত্বের অংশ হিসেবে নেভির অপারেশনাল নিরাপত্তার এসব তথ্য ঝাওকে সুরুক্ষিত রাখার দায়িত্ব ছিল। তাকে সন্দেহজনক ঘটনার বিষয়ে রিপোর্ট করারও দরকার ছিল।