The news is by your side.

চার সপ্তাহ মামলা পরিচালনা করতে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে নিষেধাজ্ঞা

0 100

আদালত অবমাননাকর বক্তব্যের অভিযোগে সর্বোচ্চ আদালতের তলবে হাজির হওয়া দুই আইনজীবী আগামী চার সপ্তাহ সুপ্রিম কোর্টে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

সুপ্রিম কোর্টের এই দুই আইনজীবী হলেন- মোহাম্মদ মোহসিন রশীদ ও শাহ আহমেদ বাদল।
প্রধান বিচারপতির কাছে দেওয়া একটি চিঠির কিছু বক্তব্য বিচার বিভাগের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার বিষয়ে ব্যাখ্যা দিতে এই দুই আইনজীবী চার সপ্তাহ সময় চাইলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বৃহস্পতিবার সময় মঞ্জুর করে এই আদেশ দেন।

আদেশের আগে সর্বোচ্চ আদালত  চিঠিটি আইনজীবী শাহ আহমেদ বাদলকে পড়তে বললে তিনি চিঠিটি পড়ে শোনান। এরপর আদালত কক্ষে বড় স্ক্রিনে অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশীদের দেওয়া এক বক্তব্যের ভিডিও দেখানো হয়। যেখানে সুপ্রিম কোর্ট নিয়ে এই আইনজীবীর দেওয়া বক্তব্যের বিষয়ে প্রশ্ন তোলেন আপিল বিভাগ। আদালতে দুই আইনজীবীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই কর্মসূচির কথা উল্লেখ করে  দুই আইনজীবী একটি চিঠি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর পাঠান। ওই চিঠিট পরে প্রধান বিচারপতির সামনে উপস্থাপন করা হয়। পরবর্তীতে গত ৩ জানুয়ারি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ (সুয়ো মোটো) স্বপ্রণোদিত আদেশে সুপ্রিম কোর্টের ওই দুই আইনজীবীকে তাদের চিঠির বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ১১ জানুয়ারি তলব করেন।

 

Leave A Reply

Your email address will not be published.