The news is by your side.

চার বছরের নির্বাসন কাটিয়ে পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

0 180

 

চার বছর স্বেচ্ছা নির্বাসনে থেকে অবশেষে দেশে ফিরলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে বহনকারী প্লেনটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার আইনি সহায়তাকারী দলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের নেতারা।

দলের নেতা ইসহাক দার বলেছেন, সমাবেশে ভাষণ দেওয়ার জন্য নওয়াজ শরীফ বিকেল ৫টায় মিনার-ই-পাকিস্তানে যাবেন। সাবেক প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত তার দল মুসলিম লীগ। সমাবেশে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি। এই সমাবেশ থেকেই আগামী নির্বাচনে দলের এজেন্ডা তুলে ধরবেন নওয়াজ।

পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে বিরোধ ছিল নওয়াজ শরীফের। তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুতও হয়েছিলেন। পাকিস্তান সুপ্রিম কোর্ট ২০১৭ সালে নওয়াজকে সরকারি পদে অযোগ্য বলে ঘোষণা করেন। ২০১৮ সালে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি।

নওয়াজ শরিফ দেশে ফিরলেই গ্রেপ্তার হতে পারেন– এমন উদ্বেগ দেখা দিয়েছিল। তবে বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে আইনগত সব বাধা দূর করা হয়েছে। দুর্নীতির দুটি মামলায় নওয়াজকে আগাম জামিন দেওয়া হয়েছে। ফলে তিনি মসৃণভাবে দেশে ফেরেন।

এর আগে ২০১৮ সালে নওয়াজ শরীফকে দুর্নীতির দায়ে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়। সর্বশেষ পাকিস্তানে কারাগারে তিনি সাজা ভোগ করছিলেন। কিন্তু পরে অসুস্থ হয়ে পড়ায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং ২০১৯ সালের নভেম্বরে চিকিৎসার জন্য আদালত তাকে যুক্তরাজ্য যাওয়ার অনুমতি দেয় এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন চলে যান। তারপর থেকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে লন্ডনে স্বেচ্ছানির্বাসনে ছিলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.