The news is by your side.

চাবুক  ফিগারে মডেলিং দুনিয়া কাঁপাচ্ছেন রুচি রাজগুপ্তা

0 190

 

 

ছোটবেলা থেকেই আকর্ষণ ছিল শরীর চর্চা এবং যোগ ব্যায়ামের প্রতি।সোশ্যাল মিডিয়া মডেলিং এর পাশাপাশি শুরু করেছিলেন যোগা ট্রেনিংয়ের কাজ।

দুর্দান্ত চাবুক ফিগারের পাশাপাশি মারকাটারি সুন্দরী ও রুচি রাজগুপ্তা যোগা ট্রেনিং দিতে শুরু করার পরেই ভারতের পাশাপাশি গোটা পৃথিবী থেকেই বাড়তে থাকে তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা।

যোগা মডেলিং এবং বিভিন্ন ফ্যাশন উইকে রেম্পে হাঁটার পাশাপাশি নিয়মিত মডেলিং করেন বিশ্বের প্রথম সারির বিভিন্ন ব্র্যান্ডের।

বিজয় মালিয়া দেশ ছেড়ে পালানোর আগে ভারতের সবথেকে বড় ফ্যাশন সংস্থা কিংফিশারের হয়ে দেশের প্রথম সারির বারোটি শহরের টানা ফ্যাশন উইকের র‌্যাম্পে হেঁটেছেন শো স্টপার হিসেবে।

ব্যক্তিগত জীবনে রুচি বিশ্বাস করেন নারী স্বাধীনতা এবং নারী অধিকারের বিষয় নিয়মিত বিভিন্ন ব্লগে লেখালেখিও করেন নিয়মিত।

তবে তার জন্য নিজের দৈনন্দিন শরীরচর্চার থেকে এক মিনিট সময় নষ্ট করতে প্রস্তুত নন রুচি রাজগুপ্তা। মারকাটারি সৌন্দর্য আর চাবুক ফিগারের জন্য হট এই যোগীর ভক্তকুলের সংখ্যা প্রায় কোটি ছুঁতে চলেছে।

বিভিন্ন সময়ে অত্যাধুনিক স্টাইলের শাড়ি পড়ে নিজের শরীরই সৌন্দর্য তুলে ধরতে ভীষণ পছন্দ করেন রুচি।

যেমন সাদা শাড়ি আর পিঙ্ক ব্লাউজ পড়ে নিজেকে আরো কামনাময়ী করে তুলেছেন রুচি এই ছবিতে। তিনি খোলামেলা পোশাকে ছবি দিতে পছন্দ করেন বলে রক্ষণশীল দর্শকরা বিভিন্ন সময় তাকে গালাগালি করতে বিন্দুমাত্র পিছ পা হয় না।

কিন্তু এই সমস্ত সমালোচনা আজ বিন্দুমাত্র গায়ে মাখতে তিনি রাজি নন তার স্পষ্ট ভাষায় লিখে দিয়েছেন, “আমার পোশাক দেখে আমাকে যতই গালি দেওয়ার ইচ্ছে হয় দিতে পারো কিন্তু আমার যা ইচ্ছে হবে আমি সেটাই করব। তবে এটুকু মনে রাখবেন আমি কিন্তু কমেন্টে আপনার সমালোচনার জবাবে কোন খারাপ শব্দ ব্যবহার করব না।”

স্বল্প পোশাকে মনোকেনি পরে নিজের উদ্ভিন্ন যৌবন প্রায় প্রকাশ্যে এনে ভক্তদের কামনা উসকে দিয়ে লিখেছেন “তোমার লক্ষ লক্ষ মিলিয়ন ডলার থাকতে পারে আবার তুমিও হতে পারো কিন্তু আমাকে পাবেনা।”

Leave A Reply

Your email address will not be published.