The news is by your side.

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের ওপর ককটেল নিক্ষেপ

0 124

চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে র‍্যাবের ওপর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় র‍্যাব ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

র‍্যাবের দাবি, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওদুদ বিশ্বাসের সমর্থকরা তাদের ওপর ককটেল নিক্ষেপ করেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আবদুল ওদুদের সমর্থকরা। তারা বলছে, র‍্যাব তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

র‍্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প অধিনায়ক রুহ ফি তাহমিন তৌকির জানান, আজ দুপুর পৌনে ৩টার দিকে আবদুল ওদুদের সমর্থকরা ভোট কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে জটলার সৃষ্টি হয়। এসময় তাদের সরে যেতে বললে তারা র‍্যাবের দিকে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করতে থাকে। পরে র‍্যাব আত্মরক্ষার্থে ফাঁকা গুলি চালায়। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে আবদুল ওদুদের সমর্থকরা দাবি করেন, তারা দুপুরের খাবার খাচ্ছিলেন। ওই সময় র‍্যাব তাদের ওপর অতর্কিত হামলা করেছে।

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.