The news is by your side.

চলে গেলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার

0 185

 

চলে গেলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। অসুস্থ ছিলেন বেশ কিছু দিন ধরে। সোমবার বিকেলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন সাহিত্যিক সমরেশ মজুমদার। পৌনে ৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে ভর্তি করানো হয়েছিল সাহিত্য অকাডেমি পুরস্কার জয়ী সাহিত্যিককে। এর পর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি সমস্যা ছিল। হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপমিয়া) বাড়তে থাকে।

১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা-সহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক সমরেশের। প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। ষাটের দসখের গোড়ায় তিনি কলকাতায় এসেছিলেন। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা (সাম্মানিক) স্নাতক বিভাগে। এর পর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

Leave A Reply

Your email address will not be published.