The news is by your side.

চরিত্রটি এত সুন্দর যে ‘না’ বলার কারণ খুঁজে পাইনি:  আইশা খান

0 113

 

‘আহত ফুলের গল্প’ সিনেমা দিয়ে ২০১৮ সালে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী আইশা খানের। মধ্যে দীর্ঘ বিরতি। নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ তরুণ অভিনেত্রী। সিনেমার নাম ‘শেকড়’। এতে আইশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেতা এফ এস নাঈম। এ সিনেমা দিয়ে প্রথমবারের মতো জুটি হয়ে আসছেন তারা। আগামী ৪ মে শুরু হবে সিনেমার দৃশ্য ধারণ।

আইশা খান বলেন, “অভিষেক সিনেমায় যখন অভিনয় করেছি, তখন ছোট ছিলাম। কাজটি মা ও নির্মাতার অনুরোধেই করতে হয়েছে। এখন আমি নিজের সিদ্ধান্তে কাজটি করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। প্রথম সিনেমা মুক্তির পর বেশ বিরতি ছিল। নাটক-ওয়েব ফিল্মে ব্যস্ত থাকায় মধ্যে আর কাজ করিনি। দেড় মাস আগে ‘শেকড়’ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। সিনেমার গল্পই আমাকে কাজের প্রতি আগ্রহী করে তুলেছে। চরিত্রটিও এত সুন্দর যে ‘না’ বলার কোনো কারণ খুঁজে পাইনি। সিনেমার টিমের ওপরও ভরসা রাখা যায়। আশা করছি, দর্শক ভালো একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।”

প্রসূন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শেকড় নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। সেটি নিয়েই ২ মে সংবাদ সম্মেলন রয়েছে, সেখানেই বিস্তারিত তুলে ধরা হবে।’

সিনেমার পাশাপাশি টিভি নাটকে ব্যস্ত আইশা খান। ওয়েব মাধ্যমেও রয়েছে তাঁর সরব উপস্থিতি। আসছে ঈদের নাটকেও দেখা যাবে তাঁকে।

Leave A Reply

Your email address will not be published.