‘টাইগার ৩’ ছবির শুরুটা ধামাকাদার হয়েছে বটে। ভারতে সাড়ে ৪৪ কোটি রুপি কালেকশন করে দীপাবলি উৎসবের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। দ্বিতীয় দিনে আয় আরও বাড়ে। ফলে সালমান ভক্তদের প্রত্যাশার প্রদীপ আরও উজ্জ্বল হয়।
কিন্তু চতুর্থ দিনে (১৫ নভেম্বর) বড় পতনের মুখে পড়লো ‘টাইগার ৩’। এ দিন ভারতে ছবিটির কালেকশন মাত্র ২১ কোটি রুপিতে নেমে এসেছে। যেটা তৃতীয় দিনের (৪৩ কোটি ৫০ লাখ) চেয়ে অর্ধেকেরও কম।
এ বিষয়ে বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ বলেছেন, “চতুর্থ দিনের শুরুটা কিন্তু ভালোই ছিল। সকালের শো-গুলোতে প্রচুর দর্শক ছিল। কিন্তু দুপুর ১টা থেকেই ছবিটির ব্যবসায় ধ্বস নামে। কারণ তখন ভারত বনাম নিউজিল্যান্ডের সেমি-ফাইনাল ম্যাচ ছিল। আর ম্যাচটি রেকর্ড পরিমাণ দর্শক দেখেছে। ফলে সিনেমা হলে দর্শকের সমাগম কমে যায়।’
এরপরও চতুর্থ দিনের কালেকশনকে একেবারে মন্দ বলতে নারাজ বিশ্লেষকরা। তাদের অনুমান, আগামী উইকেন্ড (রবিবার) নাগাদ ‘টাইগার ৩’ বেশ ভালো অবস্থানে পৌঁছাবে।
গত ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। চার দিনে ভারতে ছবিটির কালেকশন ১৬৯ কোটি ৭৫ লাখ রুপি। আর বিশ্বব্যাপী এর কালেকশন ছাড়িয়েছে আড়াইশ কোটি রুপি।
উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি ‘টাইগার ৩’। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’ মুক্তি পেয়েছিল। প্রতিটি ছবিই বক্স অফিসে সাফল্য পেয়ছিল। তবে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ‘পাঠান’র দখলে।
মনীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’-এ সালমান খানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ। ভিলেন চরিত্রে দেখা দিয়েছেন ইমরান হাশমি। এছাড়া অতিথি চরিত্রে রয়েছেন শাহরুখ খান ও হৃতিক রোশন।