ভেঙে গেল পপ তারকা জেনিফার লোপেজের চতুর্থ সংসার। জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ এবং অভিনেতা বেন অ্যাফ্লেকের দাম্পত্য সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
২০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ। আদালত সম্প্রতি সেই আবেদন মঞ্জুর করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সমঝোতার ভিত্তিতে তারা বিচ্ছেদ চূড়ান্ত করেছেন।
বিচ্ছেদ প্রক্রিয়া সমঝোতার ভিত্তিতে হওয়ায় দুজনের কাউকেই ভরণপোষণের জন্য অর্থ দিতে হবে না। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর লোপেজ তার নাম থেকে ‘অ্যাফ্লেক’ পদবিটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।
২০০০ সালে প্রথম সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। সেই সময় তাদের বাগদান সম্পন্ন হলেও, নানা কারণে তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেননি। তবে দুই দশক পর, ২০২২ সালে লাস ভেগাসে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিবাহিত জীবনের দুই বছরের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে। আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিলে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।
জেনিফার লোপেজ ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন। দশ বছর পর, ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে লোপেজের এটি ছিল চতুর্থ বিয়ে।
বেন অ্যাফ্লেক ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেন। তাদের সংসারও ২০১৮ সালে বিচ্ছেদে গড়ায়। গার্নারের সঙ্গে অ্যাফ্লেকের তিনটি সন্তান রয়েছে।
জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের দাম্পত্য জীবনের সমাপ্তি তাদের ভক্তদের জন্য এক বড় ধাক্কা হলেও, তারা নিজেদের সিদ্ধান্তে সম্মান রেখে নতুন করে জীবনের পথে এগিয়ে যাচ্ছেন।