The news is by your side.

চট্টগ্রাম বিমানবন্দর থেকে দেড় কোটি টাকার সোনা উদ্ধার

0 120

 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমান থেকে এক কেজি ৬১৭ গ্রাম ওজনের সোনার চালান উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৬০ লাখ টাকা। এ ঘটনায় মো. জাহাঙ্গীর আলম নামে ১ জনকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।

বুধবার সকালে ফ্লাইট নং এফজেড-০৫৬৩ এর এক যাত্রীর ব্যাগ ও শরীর তল্লাশি করে এসব সোনা উদ্ধার করা হয়। বিমানবন্দরে কর্মরত সহকারী কাস্টমস কমিশনার আলিফ রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আলিফ রহমান জানান, দুবাই থেকে ৯টা ৪৮ মিনিটে এফজেড-০৫৬৩ ফ্লাইটে আসা যাত্রী মো. জাহাঙ্গীর আলমকে সন্দেহ হলে তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ১ হাজার ৬১৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

তিনি জানান, যাত্রীর ব্যাগে থাকা বড় একটি তালার ভেতরে এবং ইলেকট্রনিক চার্জিং লাইটের যে ব্যাটারি থাকে সেই ব্যাটারির ভেতরে স্বর্ণের পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে স্বর্ণগুলো লুকিয়ে এনেছে। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Leave A Reply

Your email address will not be published.