চট্টগ্রামের সীতাকুণ্ড কনটেইনার আবার আগুন
কনটেইনারে পাট জাতীয় জিনিস তোলা হচ্ছিল, হঠাৎ করে পাটের গাইডগুলোতে আগুনের সূত্রপাত হয়
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিপোর ভেতরে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার চেষ্টা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সীতাকুণ্ড উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। তিনি বলেন,পাটের গাইডগুলোতে লাগা আগুন নিভে গেছে। পাটের গাইডগুলোকে সরিয়ে আগুনের কোন অস্তিত্ব আছে কিনা খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কনটেইনারে পাট জাতীয় জিনিস তোলা হচ্ছিল। এ সময় হঠাৎ করে পাটের গাইডগুলোতে আগুনের সূত্রপাত হয়। তবে কি কারণে আগুন লেগেছে-তা জানা যায়নি।
গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েক পর রাসায়নিক ভর্তি কনটেইনারে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয় ৫০ জন। আহত হয় আড়াই শতাধিক মানুষ।