চট্টগ্রামের মিরসরাইয়ে লেভেলক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাইক্রোবাসে ১৩ যাত্রী ছিল। তারা খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালের ভর্তি করা হয়েছে।