চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে টেক্সটাইল মোড়ের ‘রংদা ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ওই পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে তাদের চারটি গাড়ি কাজ করছে।