The news is by your side.

চট্টগ্রামকে উড়িয়ে শীর্ষস্থান ধরে রাখলো রংপুর

0 130

 

বিপিএলের শুরুতে তেমন রান দেখা যায়নি। সিলেটের উইকেট ব্যাটিং সহায়ক হবে এমনটা আশা করা গেলেও তা হয়নি। এরপর বিপিএল পুনরায় ঢাকায় ফিরলে রানের খাতা কিছুটা বড় হতে থাকে। শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মৌসুমের প্রথম দুইশ’ ছাড়ানো স্কোর করে রংপুর রাইডার্স। রংপুরের রান পাহাড় টপকাতে হলে স্পেশাল কিছুই করে দেখাতে হতো চট্টগ্রামের ব্যাটারদের। ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। তাতে ৫৩ রানের জয় পায় রংপুর। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে দলটির অবস্থান আরও শক্ত হলো। সমান ম্যাচে চট্টগ্রামের পয়েন্ট ১০। তারা রয়েছেন তিন নম্বর স্থানে। ১০ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

২১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধুঁকতে থাকে চট্টগ্রাম। দলীয় ৫০ রানের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বন্দর নগরীর দলটি। তবে কার্টিস ক্যাম্ফারকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন ওপেনার সৈকত আলি। ৫৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১০৮ রানে ২১ বলে ২৪ রান করে আউট হন ক্যাম্ফার। এর মধ্যেই ৪২ বলে নিজের ফিফটি তুলে নেন সৈকত আলি।

এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় চট্টগ্রাম। সৈকত ৪৫ বলে ৬৩ ও শহিদুল ইসলাম ৪ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান। শেষ দিকে অধিনায়ক শুভাগত হোমের ১২ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস শুধু হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৫৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। দলের পক্ষে সাকিব ও নিশাম নেন ২টি করে উইকেট।

টস জিতে ব্যাট করতে নেমে রংপুরের দুই ওপেনার রনি তালুকদার ও রেজা হেনড্রিকস দারুণ শুরু করেন। বিপিএলে এসেই ফিফটি তুলে নেন হেনড্রিকস। পরে ঝড়ো ব্যাটিং করে সাকিব আল হাসান, নুরুল হাসান ও জেমি নিশাম। রনি তালুকদার ও রেজা হেনড্রিকস ৬.৫ ওভারে ৬১ রানের জুটি দেন। জাতীয় দলের ওপেনার রনি ফিরে যান ১৭ বলে ২৪ রান করে। তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি। পরে আউট হওয়া সাকিব ১৬ বলে ২৭ রান করেন। তিনিও তিনটি চার  ও একটি ছক্কা তোলেন।

প্রোটিয়া ব্যাটার হেনড্রিকস ৪১ বলে ৫৮ রান করে আউট হন। পাঁচটি চার ও তিনটি ছক্কার শট খেলেন এই ওপেনার। শেষে নুরুল হাসান ২১ বলে ৩১ রানের হার না মানা ইনিংস খেলেন। বড় ঝড়টা দেখান জেমি নিশাম। তিনি ২৬ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ৫১ রানের হার না মানা ইনিংস খেলেন।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.