The news is by your side.

ঘোষণা ছাড়াই কিয়েভ সফরে জার্মান প্রতিরক্ষামন্ত্রী, আরও সহায়তার আশ্বাস

0 169

 

কোনো ঘোষণা ছাড়া কিয়েভ সফরে গিয়ে আরো ট্যাংক ও সামরিক সরঞ্জাম সরবরাহের আশ্বাস দিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস৷

ইউক্রেনের উপর হামলার বর্ষপূর্তির ঠিক আগে রাশিয়া প্রবল উদ্যমে নতুন করে হামলা শুরু করলেও বিশাল ক্ষতির মুখে পড়ছে। আগামী দিনগুলোতেও ইউক্রেনে জোরালো হামলার আশঙ্কা বাড়ছে। রাশিয়ার হামলা প্রতিহত করতে পশ্চিমা বিশ্বের কাছে অবিলম্বে আরও অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম চাইছে ইউক্রেন।

মঙ্গলবার জার্মানির নতুন প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস অঘোষিত সফরে কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি ও প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে সে বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ ব্যাটেল ট্যাংক ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিলেও সেগুলো ইউক্রেনের হাতে পৌঁছতে কয়েক মাস সময় লাগবে।

জার্মানি মঙ্গলবার পুরানো ‘লেপার্ড ১’ মডেলের ১৭৮টি পর্যন্ত ব্যাটেল ট্যাংক ইউক্রেনে পাঠানোর ছাড়পত্র দিয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত শেষ করে শেষ পর্যন্ত কত সংখ্যার ট্যাংক দ্রুত হস্তান্তর করা সম্ভব হবে, সেটা অবশ্য স্পষ্ট নয়। অন্যান্য দেশও সেই ট্যাংক ইউক্রেনের হাতে তুলে দিতে পারে।

প্রায় তিন সপ্তাহ আগে ঘোষিত নতুন মডলের ‘লেওপার্ড ২’ ট্যাংক পাঠাতে আরো কিছু সময় লাগবে৷ পিস্টোরিউস বলেন, ট্যাংকগুলো ইউক্রেনের আত্মরক্ষা ও হামলা প্রতিহত করার ক্ষমতা অক্ষত রাখবে বলে জার্মানি আশা করছে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জার্মান প্রতিরক্ষামন্ত্রীর কিয়েভ সফরকে ‘ইউক্রেনের প্রতি সমর্থনের সংকেত’ হিসেবে উল্লেখ করেন৷

তার মতে, কঠিন এই সময়ে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম নেতৃস্থানীয় দেশ জার্মানির সহায়তার প্রতি ইউক্রেনের গভীর আগ্রহ রয়েছে৷ জার্মানির নতুন সামরিক সহায়তার ঘোষণা সম্পর্কে জেলেনস্কি অবশ্য সরাসরি মন্তব্য করেননি৷

তিনি বলেন, সাম্প্রতিক সিদ্ধান্তগুলির ফলে বাড়তি সুবিধা না পেলেও যুদ্ধক্ষেত্রে সমান সুযোগ পাবে ইউক্রেন৷ তবে সরবরাহের সময়, সরঞ্জামের সংখ্যা ও সরঞ্জামের অবস্থার উপর সাফল্য নির্ভর করবে৷

 

 

Leave A Reply

Your email address will not be published.