The news is by your side.

ঘূর্ণিঝড়ে গুজরাটের এক হাজার গ্রাম বিদ্যুৎহীন

0 135

ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এর প্রভাবে রাজ্যের পাঁচ শতাধিক গাছ ভেঙে পড়েছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। এ ছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় এক হাজার গ্রাম।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘণ্টায় ১২৫ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার গতিবেগ নিয়ে গুজরাটের জাখাউ বন্দরের কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড়টি গুজরাট রাজ্যে আঘাত হানার সময় প্রবল বৃষ্টির সাথে দমকা হাওয়ার সৃষ্টি হয়। রাজ্যের কর্মকর্তারা জানান, গুজরাটের বিভিন্ন স্থানে ৫২৪ টির বেশি গাছ এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। প্রায় ৯৪০ গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে রাজ্যটিতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ঘূর্ণিঝড় আঘাত হানার আগে গুজরাটের উপকূলীয় এলাকা থেকে প্রায় লাখ খানেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া রাজ্যের জামনগর বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.