সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা, গ্রেপ্তার-হয়রানি বন্ধ করুন। না হলে ফয়সালা হবে রাজপথে।
সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ জনসমাবেশের আয়োজন করে।
শনিবার ঢাকার প্রবেশ পথগুলোতে অবস্থান কর্মসূচিতে হামলা নির্যাতন ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সারাদেশে মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে এই সমাবেশ আয়োজন করা হয়।
স্ত্রী-সন্তানদের রুমে আটকে রেখে রোববার বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে তল্লাসি করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, গ্রেফতার বন্ধ করুন, হামলা বন্ধ করুন। এর পরিণতি ভয়াবহ হবে।
মির্জা ফখরুল বলেন, আমরা অবরোধও করিনি, হরতালও দেইনি। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু তারা (আওয়ামী লীগ) পুলিশ নিয়ে যুদ্ধের মতো সাজে এসে নিরস্ত্র বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেছে।
মির্জা ফখরুল বলেন, শুক্র ও শনিবার বিএনপির ‘গুগলিতে’ আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে। তারা বুঝতেই পারেনি কোন দিক দিয়ে বল এসেছে।
তিনি বলেন, সবচেয়ে খারাপ কাজ যেটা করেছে…এ দেশে এটা কম হয়…গয়েশ্বর, যিনি মুক্তিযুদ্ধ করেছেন, তাকে পিটিয়ে মাটিতে ফেলে আবার পিটিয়েছে। আবার নাটক করেছে। খাওয়া দিয়ে ভিডিও করেছে। এতে কি গয়েশ্বর ছোট হয়েছেন? হননি।
তিনি বলেন, আমরা নির্বাচন চাই, তবে আমরা এই হাসিনা সরকারের অধীনে নির্বাচন চাই না। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর হবে না। জনগণকে বোকা বানিয়ে বার বার ক্ষমতায় যাবা, তা আর হতে দেবে না দেশের জনগণ।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের শরীক দলগুলোর সঙ্গে বৈঠক করে শিগগিরই আমরা একদফা আন্দোলনের ঘোষণা দেবো। সোজা কথায় কথা না শুনলে কথা হবে রাজপথে।