The news is by your side.

গ্রিড বিপর্যয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0 205

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন জাতীয় গ্রিড বিপর্যয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, তাদের দু একদিনের মধ্যে চাকরিচ্যুত করা হবে।

শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।

এ সময় বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে ব্যবস্থাপনার ব্যর্থতা দায়ী বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন এখনো লিখিতভাবে পাইনি। জানা গেছে, গ্রিড বিপর্যয়ের পেছনে মানুষের গাফিলতি একটি কারণ হিসেবে এসেছে। বিদ্যুৎ বিভাগকে নামগুলো জানাতে বলেছি। পেলে রোববার বা সোমবারের মধ্যে সকলকে চাকরিচ্যুত করবো এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।

তিনি জানান ,পিডিবি,  ডিপিডিসি, ডেসকো এবং জাতীয় লোড ডেসপাস সেন্টারের সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে।

গত ৪ অক্টোবর দুপুর ২টার পর হঠাৎ জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। দেশের চার জেলার একটা বড় অংশ ব্ল্যাকআউট হয়ে যায়। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশেপাশের এলাকাগুলো ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

Leave A Reply

Your email address will not be published.