The news is by your side.

গোপালগঞ্জে ৪৭৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

0 149

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

শুক্রবার সকালে সদর থানার পরিদর্শক আলী আহম্মেদ বাদী হয়ে এই মামলা করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ততা (ওসি) সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, জড়িত অন্যদের গ্রেপ্তার করতে একাধিক টিম কাজ করছে।

বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে পাঁচজন নিহত হন।

আহত হয়েছেন পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক লোকজন। এ ঘটনার দুই দিন পর আজ শুক্রবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করল।

 

Leave A Reply

Your email address will not be published.