The news is by your side.

গোপনে সিনেমার শুটিংও শেষ করেছেন সাইফ-পুত্র ইব্রাহিম!

0 178

 

গত বছর আগস্টে জানা গিয়েছিল, সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান বলিউডে নাম লেখাচ্ছেন। ধারণা করা হচ্ছিল, সাইফ-পুত্র হয়তো বাবার পথে হাঁটবেন না। শাহরুখ-পুত্র আরিয়ান খানের মতো ইব্রাহিমও পরিচালক হবেন। তবে নতুন খবর, ইব্রাহিম অভিনেতা হিসেবে সিনেমায় নাম লিখিয়েছেন। শুধু তা-ই নয়, গোপনে সিনেমার শুটিংও শেষ করেছেন বলে জানিয়েছেন বোন সারা আলী খান।

সারা এনডিটিভিকে বলেন, ‘সে মাত্রই অভিনেতা হিসেবে প্রথম সিনেমার শুটিং শেষ করেছে। এটা আমার কাছে অবিশ্বাস্যই মনে হয়েছে। তবে সে করেছে।’

ইব্রাহিমের সিনেমায় অভিষেকর কথা জানালেও সিনেমার নাম, পরিচালক বা সহ-অভিনেত্রীর নাম বলেননি সারা।

এই সময় সারা আরও বলেন, ‘আমাদের দুই ভাই-বোনের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। সেটা স্কুল থেকে কিংবা শুটিং থেকে ফেরার পরে সবচেয়ে বেশি বোঝা যেত। এই আত্মবিশ্বাসই তাকে এগিয়ে নিয়েছে। মাঝেমধ্যেই বুঝি, আমি এখনো মায়ের হৃদয়ে আছি। কারণ, সেই একইভাবে আমি ইব্রাহিমকেও দেখি।’

এর আগে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন ইব্রাহিম। সিনেমাটি ২৮ জুলাই মুক্তি পাবে।

 

 

Leave A Reply

Your email address will not be published.