বছরের শুরুতেই চমক। গোপনে বিয়ে সেরে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! যদিও, এই বিষয়ে তারা খোলসা করে কিছুই বলেননি । কিন্তু নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে সামনে এলো মাথা ভর্তি সিঁদুরে রাঙা ঐন্দ্রিলার সিঁথি। আর তা দেখেই জল্পনা শুরু হয়েছে যে, দুই তারকা জুটি কাউকে না জানিয়েই বিয়েটা সেরে ফেলেছেন। ঠিক কী হয়েছে?
নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কুশ একটি ভিডিও শেয়ার করেন সম্প্রতি। সেখানে কালো পোশাকে ঐন্দ্রিলাকে। কিন্তু সেই ভিডিওতে যদিও ঐন্দ্রিলাকে ভালভাবে লক্ষ করা যায়, তা হলেই দেখতে পাবেন তার কপালে ভর্তি লাল সিঁদুর । আর সেখান থেকেই সকলের মনে প্রশ্ন জাগছে, তবে গোপনেই বছরের প্রথম দিনই শুভ কাজটা সেরে ফেললেন তাঁরা? নাকি এটা কোনও ছবির লুকে রয়েছেন ঐন্দ্রিলা সেই উত্তর যদিও মেলেনি।
ঐন্দ্রিলার আগামী ছবি ‘সাজঘর’-এর লুক ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে তাঁকে বিবাহিতা লুকেই দেখা গিয়েছে। অনেকে বলছেন, সেই ছবির শুটিং চলাকালীনও এই ভিডিওটি শুট করে থাকতে পারেন অঙ্কুশ । সেক্ষেত্রে ঐন্দ্রিলার কপালে সিঁদুর থাকবে, সেটাই স্বাভাবিক ।