The news is by your side.

গুলশান শপিং সেন্টার সিলগালা, ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ

0 127

 

রাজধানীর গুলশান-১ নম্বরে শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। সাড়ে তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধের পর পুলিশ ব্যবসায়ীদের সরাতে গেলে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকেল পৌনে ৪টা থেকে পুলিশ ব্যবসায়ীদের সড়ক থেকে সরানোর চেষ্টা চালায়। এরপর ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে ফিরে যাওয়ার সময় কয়েকটি প্রাইভেটকার ও বাস ভাংচুর করে। প‌রে পু‌লিশ ব‌্যবসায়ী‌দের স‌রি‌য়ে দি‌লে যান চলাচল স্বাভা‌বিক হয়। গুলশান-১ নম্বর চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আ‌গে সড়ক অব‌রোধ ক‌রে ব‌্যবসায়ীরা বলেছেন, মার্কেটটি থেকে ব্যবসা গুটিয়ে নিতে তাদের ১-২ বছর সময় দেয়া হলে রাস্তা থেকে সরে দাঁড়াবেন।

ব্যবসায়ীরা বলেন, আমরা ডিএনসিসির সিদ্ধান্তের বিপক্ষে নই। তারা বলেছে মার্কেট ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙে ফেলতে হবে। আমরা এ সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে এজন্য আমাদের ১-২ বছর সময় দিতে হবে। সময় পেলে আমরা ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো গুটিয়ে ফেলতে পারব। তখন মার্কেট ভাঙলে আমাদের সমস্যা হবে না। বৃহস্পতিবার গুলশান-১ নম্বর চত্বরে আন্দোলনরত ব্যবসায়ীরা এ কথা বলেন।

ব্যবসায়ীদের দাবি, সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে।

তবে ম্যাজিস্ট্রেট বলেন, যথেষ্ট সময় পেয়েছেন দোকানমালিক ও ব্যবসায়ীরা। অতিঝুঁকি বিবেচনায় ভবনটি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি।

উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, মার্কেট থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ব্যবসায়ীরা এ বিষয়টিতে কর্ণপাত করেনি। আজ সিলগালা করে দেওয়া হয়েছে।

ব্যবসায়ীরা গুলশান এক নম্বর মোড়ে সড়কে অবস্থান করার কারণে সব দিক থেকেই যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ব্যবসায়ীরা সড়কে অবস্থান করে রাস্তা আটকে অবরোধ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবসায়ীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নিতে কাজ করছেন।

Leave A Reply

Your email address will not be published.