The news is by your side.

গুলশানের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

0 110

রাজধানীর গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় তিনি ১২তলা থেকে লাফ দিয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হলো।

ওই ব্যক্তির নাম মোহাম্মদ রাজু (৩৫)। তার বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তিনি ভবনের ১২তলায় এক কর্মকর্তার বাসায় বাবুর্চির কাজ করতেন।

১২ তলা থেকে লাফ দেওয়ার পর গতকাল রাত ১০টার দিকে তাকে ঘটনাস্থলের কাছেই একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)  তিনি মারা যান।

হাসপাতালের ব্যবস্থাপক মোস্তাকিম বাদশা বলেছেন, তার পরিবার ভোর পৌনে চারটার দিকে রাজুর লাশ নিয়ে গেছে।

সোমবার সকাল থেকে বহুতল ওই ভবনে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলছেন, ওই ভবনে ২৬ ফ্ল্যাটে ২৩ পরিবার বসবাস করতেন। সেখানে খোঁজ করে আর কোনো মরদেহ পাওয়া যায়নি।

গতকাল রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই ভবনে আগুন লাগে। অগ্নিনির্বাপকবাহিনীর ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Leave A Reply

Your email address will not be published.