‘সীতা রমম’ ছবিতে সৌন্দর্য দিয়ে সবাইকে কুপোকাত করেছিলেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। এবার বন্দুক হাতে রীতিমতো ত্রাস সৃষ্টি করতে আসছেন তিনি। ‘গুমরাহ’ ছবিতে ম্রুণালকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। সম্প্রতি মুক্তি পেয়েছে থ্রিলার ছবিটির ট্রেলার। তামিল ছবি ‘থাডম’-এর হিন্দি রিমেক এ ছবি।
সত্য ঘটনার আধারে নির্মাণ করা হয়েছে গুমরাহ। নিজের চেনা ইমেজ ভেঙে এই ছবিতে এক অন্য ম্রুণাল। আর এই চরিত্র রীতিমতো চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন তিনি।
অভিনীত চরিত্রটি প্রসঙ্গে এই বলিউড অভিনেত্রী বলেছেন, ‘পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করা মানে একটা দায়িত্ববোধ চলে আসা। আর এই প্রথম আমি এমন এক চরিত্রে অভিনয় করছি, যা অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ আর কঠিন। একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় নিজেকে তুলে ধরা বেশ মুশকিলের কাজ ছিল। কিন্তু ছবিতে আমার চরিত্রটি যেভাবে লেখা হয়েছে, তা বেশ রোমাঞ্চকর। আমার এই চরিত্রের মধ্যে অনেকগুলো স্তর আছে। অনেক চড়াই-উতরাই আছে। আর বেশ চ্যালেঞ্জিং ছিল।’
চরিত্রটির প্রস্তুতি প্রসঙ্গে ম্রুণাল বলেছেন, ‘পর্দায় পুলিশ কর্মকর্তা হয়ে উঠতে আমাকে রীতিমতো বন্দুক চালানো শিখতে হয়েছে। নারী অভিনয়শিল্পীদের জন্য এখন নানান শক্তিশালী চরিত্র লেখা হচ্ছে। আর তার জন্য আমি লেখকদের কাছে কৃতজ্ঞ।’
‘গুমরাহ’ ছবিতে নিজের চরিত্র নিয়ে একসময় রীতিমতো দ্বিধায় ছিলেন ম্রুণাল। শুরুতে চরিত্রটি পর্দায় তুলে ধরতে মোটেও আত্মবিশ্বাসী ছিলেন না।
বলিউড কন্যা বলেছেন, ‘শুরুতে আমি বর্ধন (কেতকর)–এর কাছে গিয়ে বলতাম যে আমার মনে হয় না, আমি চরিত্রটি ঠিকঠাক করতে পারব। আমার দ্বারা এই ছবি করা সম্ভব নয় বলে পরিচালককে বলতাম। আর উনি বলতেন, আমি ঠিক করতে পারব। আসলে ওনার আমার ওপর ভরসা ছিল।’
ভূষণ কুমারের টি-সিরিজ আর মুরাদ খেতানি প্রযোজিত ‘গুমরাহ’ ৭ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে।