The news is by your side.

 ‘গুমরাহ’ : কান্নায় ভেঙে পড়েছেন ম্রুণাল ঠাকুর!

0 104

দক্ষিণি তামিল ক্রাইম থ্রিলার থাডামের হিন্দি  রিমেক ‘গুমরাহ’ ছবিটি আগামীকাল মুক্তি পাচ্ছে। এ সময়ে বেশিরভাগ দক্ষিণি সিনেমার হিন্দি রিমেক বক্স অফিসে সাফল্য পায়নি। গুমরাহ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর। সম্ভাব্য দুই খুনির চরিত্রে দেখা যাবে তাকে। দুই চরিত্রের একটি বুদ্ধিমান, অন্যটি হাবাগোবা টাইপের। সিরিয়াল কিলিংয়ের গল্প উঠে এসেছে ছবিটিতে। তাই ছবি জুড়েই যে রহস্য-রোমাঞ্চ থাকবে একথা বলাই যায়। ছবিতে তদন্তকারী পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর।

তিনি বলেন, ‘প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করলাম। ছবিটির চরিত্র করা আমার জন্য খুবই কঠিন  ছিল। মাঝেমধ্যেই পরিচালককে বলেছি, আমাকে দিয়ে বোধ হয় আর হবে না। আমি খুবই খুশি, শেষ পর্যন্ত শেষ করতে পরেছিলাম।’

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ম্রুণাল । যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী রীতিমত কান্নায় ভেঙে পড়েছেন।

পোস্টে অভিনেত্রী লেখেন— ‘জীবনে এমন সময় আসে, যেখানে আপনি শুধুই ইতিবাচক কথা শুনতে চান। সেই ধাক্কাটার দরকার পড়ে যেটার পর আমরা আবার উঠে দাঁড়াতে পারি। মানুষ আজকাল ভেঙে পড়াটাকে দুর্বল মনে করে। কিন্তু আমি এই পোস্ট দেওয়ার পর খুব শান্তি অনুভব করছি। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় দুঃখে ডুবে যাই, আত্মবিশ্বাসের অভাব বোধ করি। এটা খুবই স্বাভাবিক একটি অনুভূতি।’

২০১৯ সালে ম্রুণাল বলিউডে ডেবিউ করেন হূত্বিক রোশনের বিপরীতে ‘সুপার ৩০’ ছবির হাত ধরে। গত বছরের আগস্টে মুক্তির পর ভারতজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায় তেলেগু ছবি ‘সীতা রমম’। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রায় ১০০ কোটি রুপি ব্যবসা করে। ওটিটিতে মুক্তির পর বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় হয় ‘সীতা রমম’।

রাজকুমারী নূরজাহান চরিত্রে মাত করেছিলেন ম্রুণাল ঠাকুর। তবে নতুন ছবি ‘সেলফি’র একটি গান মুক্তির পর তাকে দেখে চমকে গেছেন ভক্তরা। ‘সীতা রমম’ ছবিতে রাজকীয় পোশাক আর শাড়িতে দারুণ মানিয়েছিল তাকে। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রশংসায় ভাসিয়েছিলেন কঙ্গনা রনৌতও। তবে ‘সেলফি’র গান ‘খুদিয়ে নি তেরি’ মুক্তির পর দেখা গেছে অন্য এক ম্রুণালকে। গানটিতে একবারেই ভিন্ন মেজাজে দেখা গেছে তাকে। গানটিতে সঙ্গে ছিলেন অক্ষয় কুমার। ‘সেলফি’-তে ছোট একটি অতিথি চরিত্র করেছেন ম্রুণাল। তবে গানটি নিয়ে এত আলোচনার পর ছবির অন্য তারকাদের ছাপিয়ে গেছেন তিনি।

এক সাক্ষাত্কারে ম্রুণাল জানান, ‘সীতা রমম’র সাফল্য তার কাছে এখন অতীত। নিজেকে নতুন নতুন চরিত্রে আবিষ্কার করতে চান। আসলে টেলিভিশন থেকে বেরিয়ে ম্রুণাল ছবিতে হাজির হওয়ার পর আরও জনপ্রিয় হয়ে উঠেছেন। ম্রুনাল ঠাকুর বলিউডে ক্যারিয়ার শুরুর পর থেকে নামিদামি জনপ্রিয় সুপারস্টার অভিনেতাদের বিপরীতে একের পর এক ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করে যাচ্ছেন।

প্রথম সিনেমা ‘লাভ সোনিয়া’য় হলিউড সুপারস্টার, বিশ্বখ্যাত অভিনেত্রী ডেমি মুরের সাথে অভিনয়ের সুযোগ পাওয়াটা ছিল তার জন্য স্বপ্ন!  ‘সুপার থার্টি’-তে হূত্বিক রোশন, ‘বাটালা হাউজ’-এ জন আব্রাহাম, ‘তুফান’ ছবিতে ফারহান আখতার, ‘জার্সি’-তে শহিদ কাপুর প্রমুখের বিপরীতে অভিনয় করেছেন একের পর এক।

তাই বলা যায়, গত ৪ বছরের ক্যারিয়ারে অনেকটাই এগিয়ে গেছেন ম্রুণাল।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.