গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই পাকিস্তানি কূটনীতিবিদকে বহিষ্কার করেছে ভারত। পাকিস্তানি হাই কমিশনের ভিসা বিভাগের কর্মী হিসেবে দিল্লিতে বসে গোপন তথ্য সংগ্রহের কাজ করছিল বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভি।
বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতিক মিশনের সদস্য হলেও পাকিস্তানি দূতাবাসের ওই দুই কর্মী যে ধরনের কাজের সঙ্গে জড়িত, তা তাদের পদমর্যাদার সঙ্গে বেমানান। তাই তাদের ‘অবাঞ্ছিত’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করা হয়েছে। সে সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়তেও বলা হয়েছে।
জানা গেছে, গুপ্তচরবৃত্তির সময় আবিদ হুসাইন এবং তাহির খান নামে দুই পাকিস্তানি নাগরিককে রোববার নাতেনাতে ধরে ফেলে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তদন্তে জানা যায়, ধৃতরা পাকিস্তানি হাই কমিশনের ভিসা বিভাগের কর্মী। তারা এদেশে আইএসআইয়ের হয়ে কাজ করত। এখানে ওখানে যেতে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য জাল পরিচয় পত্রও বানিয়েছিল।
এই ঘটনায় দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের কাছে কড়া বার্তা পাঠিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।