The news is by your side.

গুচ্ছ বোমার পর এবার ইউক্রেনকে আব্রামস ট্যাংক দিচ্ছে যুক্তরাষ্ট্র

0 257

 

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকার জন্য অবশেষে ইউক্রেনকে আব্রামস ট্যাংক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।আগস্টে এসব ট্যাংক আগে জার্মানিতে পাঠানো হবে।

পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরের দিকে তারা ইউক্রেনকে উন্নতমানের এই আব্রামস ট্যাংক সরবরাহ করবে।

ছয়জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, সেপ্টেম্বরের দিকে বেশ কিছু ট্যাংক জার্মানিতে পাঠানো হবে। সেখানে এগুলোর চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা শেষে ইউক্রেনে পাঠানো হবে।

মার্কিন কংগ্রেসের এক আইন প্রনেতা ও সামরিক কারখানার সঙ্গে সংশ্লিষ্ট আরেক কর্মকর্তার বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, প্রাথমিকভাবে ছয় থেকে আটটি আব্রামস ট্যাংক ইউক্রেনে পাঠানো হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারি মাসে ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

জার্মানি যাতে তার লেপার্ড-২ ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করে সেজন্য মার্কিন সরকার ওই প্রতিশ্রুতি ব্যক্ত করে।

জার্মানি এরইমধ্যে ইউক্রেনকে বেশ কিছু লেপার্ড ট্যাংক সরবরাহ করেছে এবং রাশিয়ার হাতে বারোটির বেশি ট্যাংক ধ্বংস হয়েছে। সেক্ষেত্রে মার্কিন ট্যাংক কতটা লাগসই হবে ইউক্রেনের জন্য- তা নিয়ে সন্দেহ রয়েছে।

মার্কিন আব্রামস ট্যাংক পরিচালনার জন্য ইউক্রেনের বেশ কিছু সেনা সদস্য জার্মানির মার্কিন ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে। আগস্টে তাদের প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মার্কিন সরকার ইউক্রেনের সামরিক বাহিনীকে ব্রাডলি ফাইটিং ভেহিকেল সরবরাহ করেছে কিন্তু এই সামরিক যুদ্ধযানও রুশ হামলায় ব্যাপকভাবে ধ্বংসের মুখে পড়েছে।

Leave A Reply

Your email address will not be published.