গাজীপুর-টঙ্গী রোডের দাক্ষিণখান এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১টায় ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো ন-২০-৯২৫৩) দাক্ষিণখান আসে।
ট্রাকটি রেখে চালক বাইরে গেলে দুর্বৃত্তরা খালি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
ট্রাকের চালক বসির আহমেদ বলেন, রাস্তার পাশে ট্রাক রেখে একটু দূরে পানির ট্যাংকি এলাকায় মালিকের সঙ্গে কথা বলতে যাই। এ সময় কে বা কারা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুনে ট্রাকটির সামনের অংশ পড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুস সোবহান জানান, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছে, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে।