The news is by your side.

গাজীপুরের মহাসড়ক অবরোধ করে ট্রাক শ্রমিকদের বিক্ষোভ , আহত ৫

0 214

গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। শনিবার দুপুরে চেরাগআলী ট্রাক স্ট্যান্ডের সামনে প্রায় ২ ঘন্টা ব্যাপী বিক্ষোভ করে শ্রমিকরা। এতে পুলিশসহ আহত হয়েছে ৫জন।

বিক্ষোভে অংশগ্রহণকারী শ্রমিকরা জানায়, মেঘনা রোডে পার্কিং করায় প্রায় ৫০ টি গাড়ি ভাঙ্গচুর করেন ট্রাফিক পুলিশ।এরই  জের ধরে টঙ্গী ট্রাক স্ট্যান্ডের সামনে পরিবহন শ্রমিকরা গাড়ি ভাঙ্গচুর করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এক পর্যায়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ   শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশ ও শ্রমিকদের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় পুলিশ ও শ্রমিকদের ৫ জন আহত হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশন ট্রাফিক(দক্ষিণ) মো.আলমগীর হোসেন জানান, সড়কের উপর গাড়ি রাখা নিয়ে শ্রমিকদের সাথে ট্রাফিক সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি হয়।একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিষয়টি নিয়ে ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে  মতবিনিময় করে সমাধান করা হয় । পুলিশ জানায় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.