আন্তর্জাতিক ডেস্ক
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ট্রাম্পের সঙ্গে ফোনে আলাপ করেছিলেন আব্বাস। এ সময় ট্রাম্প এই প্রতিশ্রুতি দিয়েছেন। একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে।
চলতি সপ্তাহে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে বিজয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন আব্বাস। হোয়াইট হাউজে দ্বিতীয় মেয়াদ শুরুর প্রস্তুতি নেওয়ার জন্যও তাকে শুভকামনা জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক বৈধতার ভিত্তিতে একটি ন্যায্য ও ব্যাপক শান্তি অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে’ নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন আব্বাস। এ সময় আব্বাসকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার ‘যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন’ বলে জানান ট্রাম্প। এ সময় তিনি আরও জানান, পিএ নেতাসহ ‘মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায়’ কাজ করে এমন সব পক্ষের সঙ্গে তিনি কাজ করতে উন্মুখ। এ বিষয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
নির্বাচনের আগে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছিলেন, হোয়াইট হাউজে ফিরে আসার আগে গাজায় যাতে ইসরায়েলি অভিযান শেষ করা হয়।