গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফের জোড়া রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এতে তৎক্ষণাৎ কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
রবিবার গাজার বেইত হানুন শহরে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারের ওপর রকেট হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, শনিবার গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজা থেকে ছোঁড়া রকেট ইসরাইলের আশকেলান শহরের একটি কারখানায় আঘাত হানে। এসময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, রকেট হামলার কারণে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে গত রবিবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালায়।