গাজায় চলমান লড়াইয়ে বিরতি অব্যাহত রাখাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি জিম্মিদের নিরাপদে মুক্তি ও উপত্যকার বেসামরিকদের জন্য জরুরি ত্রাণ সরবরাহও অব্যাহত রাখবেন তিনি। গতকাল রোববার হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতির সমঝোতার পুরোপুরি বাস্তবায়ন এবং মেয়াদ বাড়ানোর জন্য কাজ করবেন বলেও জানান বাইডেন। তিনি বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে এমনভাবে সমঝোতা করা হয়েছে যাতে এর মেয়াদ বাড়ানো যায়। আমাদের লক্ষ্য এ মেয়াদের পরও এই বিরতি অব্যাহত রাখা।
গতকাল ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মধ্যে ৪ বছর বয়সী মার্কিন শিশু আবিগাইল এডানও রয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন সে মুক্ত এবং ইসরায়েলে রয়েছে। ৪৫ বছর বয়সী আরেক ইসরায়েলি-আমেরিকান দ্বৈত নাগরিকও জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছেন।
ব্রিফিংয়ে বাইডেন বলেন, গত কয়েক সপ্তাহ ধরে গাজায় বেসামরিকদের জরুরি সহযোগিতা সরবরাহ নিশ্চিত করা ও হামাসের হাতে জিম্মিদের মুক্ত করতে যুদ্ধবিরতির জন্য সোচ্চার ছিলাম।
জিম্মি মুক্তির জন্য সবকিছু করবেন জানিয়ে বাইডেন বলেন, কাতারের আমির, মিসরের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আমি কাজ চালিয়ে যাব।