গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য মিসর-গাজার মধ্যকার রাফাহ সীমন্ত খোলার সিদ্ধান্ত নিয়েছে কায়রো। কিন্তু এই সিদ্ধান্তে বাধা দিচ্ছে ইসরায়েল। খবর সিএনএনের।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি বলেছেন, সোমবার মিসর ও গাজার মধ্যে রাফাহ ক্রসিং খুলে দেওয়ার প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি। তার ফরাসি প্রতিপক্ষের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে বক্তৃতায় শউকরি ক্রসিং খুলতে না পারার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন।
তিনি বলেন, ‘ইসরায়েলি সরকার এখনও এমন কোনো অবস্থান নেয়নি যা গাজার দিক থেকে ক্রসিং খোলার অনুমতি দেবে, সহায়তা পাঠানো বা তৃতীয় কোনো দেশ থেকে নাগরিকদের প্রস্থান করার অনুমতি দেবে।’মিসর ক্রসিং খোলার পক্ষে এবং মানবিক সহায়তা নিয়ে আসা যানবাহনকে পার করতে দেওয়ার জন্য অপেক্ষা করেছিল তারা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিসর এই সংকটের শুরু থেকে কাজ করছে। ক্রসিং খোলা আছে এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছে। এর একটি বড় সংখ্যক এল-আরিশে জড়ো হয়েছে।’
রাফাহ ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তা সোমবার সিএনএনকে জানিয়েছেন, মিসরে পারাপারের এবং জ্বালানি ভরার আশায় জাতিসংঘের পাঁচটি খালি পেট্রোল ট্রাক এখন রাফাহ ক্রসিংয়ের গাজানের পাশে অপেক্ষা করছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার রাফাহ সীমান্ত খোলার ব্যবস্থা আছে নেই বলে জানিয়েছে।