The news is by your side.

গাজায় আবারও ত্রাণপ্রত্যাশীদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী

0 72

 

গাজা শহরের দক্ষিণ-পূর্বে ত্রাণ নিতে অপেক্ষারত বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নিহত হয়েছেন ১৯ গাজাবাসী।

আল-কুয়েত মোড়ে ময়দা এবং ত্রাণের অপেক্ষায় থাকা হাজার হাজার বেসামরিক নাগরিকের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলিরা, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ জন, শনিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গোলাগুলিতে হতাহতদের নিকটস্থ আহলি আরব হসপিটালে নেওয়া হয়েছে, জানিয়েছেন গাজার এক মুখপাত্র। তবে সেখানে স্বাস্থ্যসেবার হাল শোচনীয় হওয়ায় অনেককে খোলা আকাশের নিচেই সেবা দেওয়া হয়।

গত মঙ্গলবারেও সহায়তা নিতে অপেক্ষারত ইসরায়েলিদের ওপর গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন ২৩ ফিলিস্তিনি, আহত হন আরও অনেকে। এর আগে ২৯ ফেব্রুয়ারি ময়দা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে ১১৮ জন নিহত এবং ৭৬০ জন আহত হন।

শনিবার রাফাহ শহরে এক সফরে জাতিসংঘের প্রধান বলেন, মিশরের সীমান্তে আটকে আছে ত্রাণবাহী ট্রাক, আর সীমান্তের অন্যপাশে অনাহারে ভুগছে ফিলিস্তিনিরা।

 

আল জাজিরার এক প্রতিনিধি বলেন, একদিকে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে বাধা দিচ্ছে ইসরায়েল, অন্যদিকে এর বাহিনী ত্রাণপ্রত্যাশীদের ওপর হামলা করে চলেছে।

শনিবার এ হামলার ঘটনা অস্বীকার করেছে ইসরায়েল।

 

Leave A Reply

Your email address will not be published.