The news is by your side.

গাজায় ১৫০ ইসরাইলি জিম্মি: জাতিসংঘ

0 217

 

ইসরাইল থেকে অপহরণের পর গাজায় ১০০ থেকে ১৫০ জনকে জিম্মি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান।

মঙ্গলবার সকালে ইসরাইলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ৫০ জন জিম্মির পরিবারকে সেনাবাহিনী অবহিত করেছে।

সামরিক বাহিনী জিম্মি সংক্রান্ত আরও তথ্য যাচাই করার সঙ্গে সঙ্গে আরও পরিবারের সঙ্গে যোগাযোগ করবে বলে তিনি জানান।

এদিকে গাজায় মৃতের সংখ্যা এখন ৭০০ জনের ওপরে বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

তারা বলেছে, ইসরাইলি বিমান হামলায় নিহতদের মধ্যে শতাধিক শিশু ও একশ’র বেশি নারী রয়েছেন।

সোমবার গাজায় একদিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিহত হয়েছে- যার সংখ্যা প্রায় ৩০০ জনের মতো। এরমধ্যে দুই-তৃতীয়াংশ বেসামরিক নাগরিক বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরাইলের হামলায় গাজার এক শরণার্থী বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে- ইসরাইল বলেছে যে তারা হামাস কমান্ডারের একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

কিন্তু যখন তারা সেই বাড়িতে আঘাত করে তখন তার আশেপাশের রাস্তার ও বাড়িঘরের বহু মানুষ নিহত হয়।

 

Leave A Reply

Your email address will not be published.