The news is by your side.

গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের প্রতি আহ্বান রাশিয়ার

0 160

 

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে সতর্ক করে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া অঞ্চলটিতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর তাসের।

নথিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ উপায়ে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করা সম্ভব। রাশিয়া একটি অবিলম্বে এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যা সকল পক্ষ সম্মান করবে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বর্তমান ক্রমবর্ধমান বৃদ্ধির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘অঞ্চলটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এবং নজিরবিহীন মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে। স্পষ্ট ভাষায় বললে—মধ্যপ্রাচ্যে যুদ্ধের দায় অনেকাংশে যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায়।’

নেবেনজিয়ার মতে, ‘ওয়াশিংটনই বেপরোয়া এবং স্বার্থপরভাবে শান্তি প্রক্রিয়াকে একচেটিয়া করার প্রয়াসে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মধ্যপ্রাচ্য প্রসঙ্গে অগ্রগতি থামিয়ে দিয়েছে। এমনকি তারা ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্কের সমাধান না করেই ফিলিস্তিনি ও অন্যান্য আরব দেশগুলোর ওপর ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সমঝোতার চেষ্টা করছে। আমরা প্রতিনিয়তই সতর্ক করে বলেছিলাম, একদিন এর বিপরীত ফল ভোগ করতে হবে এবং এখন তাই হয়েছে।’

রাশিয়ার রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনি উভয় নাগরিকের শান্তিপূর্ণ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে কোনো হত্যা ও সহিংসতা অগ্রহণযোগ্য।

৭ অক্টোবর হামাস যোদ্ধারা গাজা উপত্যকা থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনি আন্দোলন জেরুজালেমের টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে তার আক্রমণকে বর্ণনা করেছে।

প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজাকে সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে। সেইসাথে লেবানন ও সিরিয়ার নির্দিষ্ট কিছু এলাকায় হামলা চালাতে শুরু করে। পশ্চিম তীরেও সংঘর্ষ চলছে।

Leave A Reply

Your email address will not be published.