The news is by your side.

গণিতে ১০০ পেয়েছেন সামান্থা!

0 100

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর গুণের শেষ নেই। মোহনীয় চেহারা ও অভিনয় দিয়ে সবার নজর কেড়েছেন তিনি।

ব্যক্তিগত জীবনে কিছুটা অসুখী হলেও বাস্তব জীবনে মেধার স্বাক্ষর রয়েছে। দাম্পত্য জীবনে হিসেবে ভুল করলেও ছাত্রজীবনে অঙ্কে ছিলেন পটু।

সামান্থার রিপোর্ট কার্ড তাই বলছে। সম্প্রতি তার দশম শ্রেণির রিপোর্ট কার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর ভাইরাল হওয়া রিপোর্ট কার্ড প্রমাণ করছে যে লেখাপড়াতেও খুবই ভালো ছিলেন অভিনেত্রী।

সম্প্রতি টুইটারে সামান্থা এই মার্কশিটের ছবিখানা শেয়ার করেছেন। যেখানে অভিনেত্রীর প্রাপ্ত নম্বর দেখে যে কারও চোখ কপালে উঠবে। দেখা যাচ্ছে সব বিষয়ে তিনি ৮০-এর বেশি নম্বর পেয়েছেন। গণিতে ১০০ পেয়েছেন। ভূগোল ও উদ্ভিদবিদ্যা ছাড়া বাকি বিষয়গুলোতে স্কোর করেছেন ৯০-এর ওপরে।

রিপোর্ট কার্ডে শিক্ষকদের কমপ্লিমেন্টও রয়েছে। প্রশংসাসূচক মন্তব্য করে শিক্ষকরা লেখেন, সামান্থা এই স্কুলের ‘সম্পদ’।

ফাঁস হওয়া রিপোর্ট কার্ডটি কেবল তার ভক্তদেরই অবাক করেনি; বরং তাদের বুদ্ধিমত্তার জন্যও বিস্মিত করেছে। সামান্থার অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। তার একাডেমিক কৃতিত্বের জন্য ভূয়সী প্রশংসাও করেছেন।

এক অনুরাগী সামান্থার রিপোর্ট কার্ড শেয়ার করে লিখেছেন, তিনি জীবনের সব দিক থেকে শীর্ষস্থানে। তা সে একজন ছাত্রী হোক বা কন্যা, কর্মী, স্ত্রী, পুত্রবধূ বা মা।

 

 

Leave A Reply

Your email address will not be published.