The news is by your side.

খুলনা বিভাগে করোনায় এক দিনে ৫১ মৃত্যুর রেকর্ড

0 416

 

খুলনা বিভাগে পূর্বের রেকর্ড ভেঙ্গে মৃত্যুর মিছিলে নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ‌এ বিভাগে মারা গেছে ৫১ জন। একই সময় নতুন করে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে এক হাজার ৪৭০ জন।

এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণে মোট মৃত্যু হয়েছে এক হাজার ২৬৫ জনের। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৩৪ জনে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আμান্ত হয়ে খুলনা জেলায় ১৩ জন, বাগেরহাটে ২জন, যশোরে ৬ জন, মাগুরা জেলায় ১ জন, ঝিনাইদহে ৫ জন, কুষ্টিয়ায় ১৭ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং মেহেরপুরে ৫ জনের মৃত্যু হয়েছে।

বিাভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্যে গত ২৪ ঘন্টায় করোনভাইরাসে সংক্রমণ শাণাক্ত হয়েছে খুলনা জেলায় ২৩৯জন, বাগেরহাটে ১২১জন, সাতক্ষীরায় ১০২ জন, যশোরে ২৮৬ জন, নড়াইল জেলায় ৭০ জন, মাগুরায় ৩৪ জন, ঝিনাইদহে ৮৬ জন, কুষ্টিয়ায় ২৯২জন, চুয়াডাঙ্গায় ১৫২ জন ও মেহেরপুর জেলায় ৮৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বলেন, গত কয়েক দিন মৃত্যুর ঘটনা অনেক বাড়ছে। আজ এক দিনে মৃত্যুর সংখ্যা প্রথমবারের মতো ৫০ ছাড়িয়েছে। নমুনা পরীক্ষা বাড়ছে, শনাক্তের সংখ্যা বাড়ছে। শনাক্ত রোগীর চেয়ে সুস্থ হওয়ার হার অনেক কমায় চিকিৎসাধীন রোগীর সংখ্যাও বাড়ছে। বিভাগের ১০ জেলায় বর্তমানে ২০ হাজারের বেশি করোনা রোগী চিকিৎসাধীন। হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। আইসিইউতে শয্যা ফুরিয়ে আসছে। শনাক্ত না কমলে হাসপাতালে চাপ আরও বাড়বে।

Leave A Reply

Your email address will not be published.