The news is by your side.

খুলনার জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

0 125

একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকাল সাড়ে ৩টার দিকে তিনি সভামঞ্চে উপস্থিত হন।

এর আগে বেলা ১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনায় আসেন প্রধানমন্ত্রী। জেলা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে সার্কিট হাউজে খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত জানে তারা ২০০৮ সালের নির্বাচনে মাত্র ৩০টা সিট পেয়েছে। তারা জানে তাদের নেতা নেই। মুণ্ডুহীন একটা দল। একটা পলাতক আসামি আরেকটা কারাগারে। সেই দল এদেশে নির্বাচন হতে দিতে চায় না। একটা অসামাজিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।’

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে খুলনার রাজপথ। সোমবার সকাল ৭টা থেকে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠের জনসভাস্থলে প্রবেশ করছে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ব্যাচ, প্লেকার্ডসহ নগরীর মেইন সড়ক ও অলিগলি দিয়ে মিছিল আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর সার্কিট হাউজ মাঠসহ আশপাশের রাস্তাায় নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়বার মত।

Leave A Reply

Your email address will not be published.