বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকায় এসেছেন নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তারা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মেয়ে। সঙ্গে তাদের মা শর্মিলা রহমান সিঁথিও আছেন।
বৃহস্পতিবার) বেলা পৌনে ২টার দিকে তারা বিমানবন্দর থেকে সরাসরি গুলশান এলাকার বাসভবনে প্রবেশ করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা সবাই খালেদা জিয়ার সঙ্গে ঈদ করবেন। এ ছাড়া শর্মিলা রহমানের মাও ঢাকায় থাকেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। দুই মেয়ে নিয়ে তার বাসায় যাবেন সিঁথি।