বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা।
বিএনপির নেতা–কর্মীদের অবস্থানের কারণে সড়কের দুই পাশে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে পুলিশ বিক্ষোভ কর্মসূচি ও এর আশপাশ থেকে বিএনপির কয়েক নেতাকে আটক করেছে বলে জানা গেছে।
বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ২টায় কেন্দ্রীয়ভাবে নয়া পল্টন কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিল বিএনপি।
বিএনপির এই কর্মসূচি উপলক্ষে সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকে পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করে। ফলে নেতাকর্মীরা সকালে সড়কে নামতে চাইলেও তা পারেননি। ফলে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করেন।